Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements/achievements of the company during the financial year 2020-2021:

৬টি ওয়েলহেড কম্প্রেসর (তিতাস লোকেশন-সি তে দৈনিক ৯০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ৩টি ও নরসিংদী ফিল্ডে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ৩টি) এর স্থাপন, কমিশনিং ও টেস্টিং কাজ সম্পন্ন হয়েছে;


তিতাস ৭নং কূপের ওয়ার্কওভার সফলতার সম্পন্নকরত: বর্তমানে কূপটি হতে দৈনিক ২৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে;


২০২০-২০২১ অর্থবছরে সম্পদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির নির্ধারিত লক্ষ্যমাতার বিপরীতে ৮৬.৩০% সাফল্য অর্জিত হয়েছে;


তিতাস ফিল্ডের লোকেশন-সি তে স্থাপিত দৈনিক ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন একটি একটি গ্লাইকল ডি-হাইড্রেশন টাইপ প্রসেস প্লান্টের Glycol-Glycol Heat Exchanger এর প্লেট ফেটে Heat Exchanger টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার কোম্পানীর নিজস্ব কারিগরি সুবিধাদি ও লোকবলের মাধ্যমে তৈরিকৃত নতুন একটি Heat Exchanger দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে। এতে কোম্পানির আর্থিক সাশ্রয় হয়েছে।


তিতাস ফিল্ড হতে সর্বোচ্চ হারে গ্যাস উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে তিতাস লোকেশন-সি তে কূপ নং-৮ হতে উৎপাদিত গ্যাস প্রবাহের জন্য পূর্বে ব্যবহৃত ৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৪০০ ফুট দীর্ঘ গ্যাস গ্যাদারিং পাইলাইন ৬ ইঞ্চি ব্যাসের নতুন গ্যাস গ্যাদারিং পাইপলাইন দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে;


বিজিএফসিএল এর খননকৃত কূপসমূহের ওয়ার্কওভার পরবর্তী সময়ে এবং নতুন খননকৃত কূপসমূহ হতে পরীক্ষণের সময়ে উৎপাদিত গ্যাসের সাথে উপজাত হিসেবে প্রাপ্ত পানি ও কনডেনসেট পরিমাপের কাজে ব্যবহারের জন্য কোম্পানির নিজস্ব কারিগরি সুবিধাদি ও লোকবলের মাধ্যমে ১৮০ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পরীক্ষণ ট্যাংক তৈরি করা হয়েছে। এতে কোম্পানির আর্থিক সাশ্রয় হয়েছে;


হবিগঞ্জ ফিল্ডের রিবয়লার-৪ এর Still Column এর Coil লিক এবং Flange এর Collar ক্ষয় হয়ে যাওয়ায় রিবয়লারটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। Still column এবং collar সহ Flange টি অপসারণ করে নতুন করে তৈরিকৃত Still column এর ভিতরের Coil  এবং Collar  সহ Flange  প্রতিস্থাপন করা হয়। কোম্পানির নিজস্ব workshop এবং জনবলের দ্বারা কাজটি সম্পাদিত হওয়ায় কোম্পানির আর্থিক সাশ্রয় হয়েছে। বর্তমানে রিবয়লারটি স্বাভাবিক অবস্থায় চালু আছে;


কোম্পানির সকল প্রকার হালকা ও ভারি যানবাহনের ত্রুটি নিরুপন ও রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজসমূহ কোম্পানির ওয়ার্কশপে নিজস্ব জনবল দ্বারা সম্পাদন করা হচ্ছে। ফলে কোম্পানির উল্লেখযোগ্য পরিমান অর্থ সাশ্রয় হয়;


চট্টগ্রামের সিলিমপুরস্থ সাঙ্গু প্লান্টের জেনারেটরগুলোর রক্ষণাবেক্ষণসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সাঙ্গু অফসোর প্লাটফর্ম এলাকায় নিরাপদে নৌ চলাচলের স্বার্থে প্লাটফর্মে পূর্বের স্থাপিত সৌরবিদ্যুৎ চালিক বিকনলাইট ও সিসি ক্যামেরা সক্রিয়করণ বা পুন:স্থাপনসহ অন্যান্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ প্রক্রিয়াধীন আছে এবং;


আলোচ্য অর্থবছরে কোম্পানি ভ্যাট বাবদ ৪৫৪.৮০ কোটি, লভ্যাংশ বাবদ ৪৮.৯৪ কোটি এবং আয়কর বাবদ ৫৪.১৭ কোটিসহ সর্বমোট ৫৫৪.৭১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে।