Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরসিংদী ফিল্ড

 

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী গ্যাসক্ষেত্র অবস্থিত। পেট্রোবাংলা ১৯৯০ সালে এ গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী এই ক্ষেত্রটির মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ৩৪৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। ১৯৯৬ সালে বাণিজ্যিক নরসিংদী গ্যাস ফিল্ড হতে গ্যাস উৎপাদন  শুরু করা হয়। ফেব্রুয়ারি ২৮, ২০২৩ পর্যন্ত মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ২৪০.১২৯ বিলিয়ন ঘনফুট বা শতকরা ৬৯.৬০%।

এ ফিল্ডের ০২ (দুই)টি কূপ হতে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৫.৯৩ মিলিয়ন ঘনফুট উৎপাদন করে ফিল্ডে স্থাপিত একটি গ্লাইকল ডিহাইড্রেশন প্রসেস প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে টিজিটিডিসিএল সিস্টেমে সরবরাহ করা হয়। গ্যাসের উপজাত হিসেবে দৈনিক প্রায় ৩৭.০৪ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এ গ্যাস ক্ষেত্রে কনডেনসেট ও গ্যাসের গড় অনুপাত এবং পানি ও গ্যাসের গড় অনুপাত যথাক্রমে ১.৪২৮ ব্যারেল/মিলিয়ন ঘনফুট এবং ১.১৩২ ব্যারেল/মিলিয়ন ঘনফুট ছিল। 

 

নরসিংদী গ্যাসক্ষেত্রের সেলস লাইন গ্যাসের চাপ বৃদ্ধির লক্ষ্যে তিনটি গ্যাস বুষ্টার কম্প্রেসর স্থাপন করা হয়েছে। প্রতিটি কম্প্রেসরের কম্প্রেসন ক্ষমতা দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট। মোট ০৩ (তিন)টি কম্প্রেসরের মধ্যে দুইটি কম্প্রেসার চলমান এবং অন্য একটি স্ট্যান্ডবাই থাকে।