Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফটো গ্যালারী
ক্রমিক নং বর্ণনা
০১
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিজিএফসিএল এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা নিবেদন।
০২
১৯-২০ নভেম্বর, ২০২২ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ এ বিজিএফসিএল-এর স্টলসহ মেলা পরিদর্শন করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ।
০৩
বিজিএফসি ওয়ারকার্স প্রফিট পার্টিসিপেশন এন্ড ওয়েলফেয়ার ফান্ড আন্তঃফিল্ড ভলিবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ৩১-১০-২০২২ তারিখ অনুষ্ঠিত হয়। খেলায় তিতাস ফিল্ড দল চ্যাম্পিয়ন এবং হবিগঞ্জ ফিল্ড দল রানার্সআপ হয়।
০৪ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড-এর ৬৭তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ মাহবুব হোসেন-এর সভাপতিত্বে ১৫ অক্টোবর-২০২২ তারিখ, শনিবার
০৫ বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদদের প্রতি বিজিএফসিএল-এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা।
০৬ ঈদ-উল-আযহায় সাশ্রয়ী বিদুৎ ব্যবহার সম্পর্কিত মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর নির্দেশনা।
০৭ ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজিএফসিএল প্রথম বিভাগ টি২০ ক্রিকেট লীগ ২০২২ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২-৭-২০২২ তারিখে স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিজিএফসিএল এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে মোঃ শোয়েব, ব্যবস্থাপনা পরিচালক উপ‌স্থিত ছিলেন।
০৮ পেট্রোবাংলা ও বিজিএফসিএল এর মধ্যে ২২-০৬-২০২২ তারিখে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব নাজমুল আহসান এবং বিজিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ শোয়েব।
০৯

শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২

১০

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়ের মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত র‍্যালিতে কোম্পানির মহাব্যবস্থাপকগণ, সিবিএ নেতৃৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সকলে কোম্পানির প্রধান কার্যালয়ের এট্রিয়ামে আয়োজিত পদ্মা সেতুর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার অবলোকন করেন।

১১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ডঃ মোঃ হেলাল উদ্দীন, এনডিসি মহোদয়ের নেতৃত্বে ‘মাসিক ভিত্তিতে কূপ খনন কাজ মনিটরিং’ কমিটি ৩-৪ জুন ২০২২ তারিখ বিজিএফসিএল-এর নরসিংদী গ্যাস ফিল্ড এবং ব্রাহ্মণবাড়িয়াস্থ তিতাস গ্যাস ফিল্ডের বিভিন্ন খনন ও উন্নয়ন কূপসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোম্পানির প্রধান কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ ছাড়া কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) নেতৃবৃন্দ অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
১২ পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব নাজমুল আহসান মহোদয় ২৮-০৫-২০২২ তারিখ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর কামতা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব মহোদয়, মহাব্যবস্থাপক (প্রশাসন) মহোদয় এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎপাদন বন্ধ থাকা ফিল্ডটিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
১৩ পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব নাজমুল আহসান মহোদয় ০৭-০৫-২০২২ তারিখ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর তিতাস লোকেশন-সি পরিদর্শন করেন। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব মহোদয়সহ কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
১৪

বিজিএফসিএল বোর্ডের সম্মানিত পরিচালক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতি: সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্যার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব পদে পদোন্নতি পাওয়ায় বিজিএফসিএল পরিচালনা পর্ষদ ও কোম্পানির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

১৫

'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস' ২০২২ উপলক্ষ্যে প্রত্যুষে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিজিএফসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সিবিএ প্রতিনিধিসহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

১৬ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও বিজিএফসিএল বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব হোসেন পরিচালনা পর্ষদের পক্ষ হতে নতুন যোগদানকৃত এমডি মোঃ শোয়েব’কে বোর্ড সভায় স্বাগত জানান।
১৭ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও বিজিএফসিএল বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব হোসেন পরিচালনা পর্ষদের পক্ষ হতে সদ্য বিদায়ী এমডি জনাব মোঃ তৌফিকুর রহমান তপু’কে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক ক্রেষ্ট প্রদান করেন।
১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজিএফ স্কুল এন্ড কলেজে রচনা, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলায় কোম্পানির স্টলসহ অংশগ্রহণ প্রভৃতি কর্মসূচিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, মহাব্যবস্থাপকগণ, অফিসার্স এসোসিয়েশন, সিবিএ এর নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

১৯

'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' এই প্রতিপাদ্যে উদ্যমী বিজিএফসিএল-এর নারী সদস্যগণের অংশগ্রহণে ০৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস ২০২২” উদ্‌যাপন করা হয়।

২০

"ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২২" যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে ব্যবস্থাপনা পরিচালক-এর নেতৃত্বে কোম্পানির তরফ হতে পুষ্পস্তবক অর্পণ।

২১ বিজিএফসি ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন এন্ড ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক আয়োজিত "আন্তঃফিল্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২" কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শোয়েব মহোদয় ০১-০৩-২০২২ তারিখে শুভ উদ্বোধন করেন। বিজিএফ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তিতাস ফিল্ড দল এবং প্রধান কার্যালয় দল অংশগ্রহণ করে।
২২ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। কোম্পানির প্রধান কার্যালয় কমপ্লেক্সে অবস্থিত বিজিএফ স্কুল এন্ড কলেজের নবনির্মিত শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারির ১ম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২৩ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব ও বিজিএফসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব হোসেন মহোদয় এবং পেট্রোবাংলার সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল আহসান মহোদয় ১৮-২-২০২২ তারিখ কোম্পানির নরসিংদী গ্যাস ফিল্ড ও তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ তৌফিকুর রহমান তপু ও কোম্পানির মহাব্যবস্থাপকগণ, সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দেশীয় উৎস হতে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজিএফসিএল, এসজিএফএল এবং বাপেক্স এর সমন্বয়ে কোম্পানির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪

মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিজিএফসিএল এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা নিবেদন।

২৫ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড-এর ৬৬তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ আনিছুর রহমান-এর সভাপতিত্বে ১৩ নভেম্বর-২০২১ তারিখ, শনিবার প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে, বিরাসার, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ, পরিচালকবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২৬

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি বিজিএফসিএল-এর বিনম্র শ্রদ্ধা।

২৭ শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২
২৮

চেয়ারম্যান, পেট্রোবাংলা এবং বিজিএফসিএল-এর সম্মানিত শেয়ারহোল্ডার জনাব এ বি এম আবদুল ফাত্তাহ্‌, মহোদয় বিজিএফসিএল-এর বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় ওয়ার্কওভার ও কম্প্রেসর স্থাপন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণকালে অত্র কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২৯

চেয়ারম্যান, পেট্রোবাংলা এবং বিজিএফসিএল-এর সম্মানিত শেয়ারহোল্ডার জনাব এ বি এম আবদুল ফাত্তাহ্‌, মহোদয় কে কোম্পানির পক্ষ হতে ফুল দিয়ে বরণ করা হয়। তিনি অত্র কোম্পানির তিতাস ও হবিগঞ্জ ফিল্ড পরিদর্শন করেন। উক্ত গ্যাস ফিল্ড দু’টি পরিদর্শনকালে তিনি কোম্পানির গ্যাস উৎপাদন ব্যবস্থাপনাসহ অপারেশনাল কাজ পর্যবেক্ষণ করেন।

৩০

কোম্পানির ৬৫তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ১০ জানুয়ারি ২০২১ তারিখ রোজ রবিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, পরিচালক ও মহাব্যবস্থাপকগণ অংশ গ্রহণ করেন।

৩১ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং বিজিএফসিএল বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মহোদয় কোম্পানির তিতাস ফিল্ডের লোকেশন-এ পরিদর্শন করেন। তিনি উক্ত লোকেশন পরিদর্শনকালে গ্যাস উৎপাদন ব্যবস্থাপনাসহ অপারেশনাল কাজ পর্যবেক্ষণ করেন।
৩২ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং বিজিএফসিএল বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মহোদয় কোম্পানির তিতাস ফিল্ডের ৭ নং কূপের ওয়ার্কওভার কাজ পরিদর্শনসহ সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করেন। উক্ত কূপের ওয়ার্কওভার কাজ পরিদর্শনকালে অত্র কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৩৩ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং বিজিএফসিএল বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মহোদয় কোম্পানির “ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্ট ( তিতাস ফিল্ডের লোকেশন-সি ও নরসিংদী ফিল্ডে কম্প্রেসর স্থাপন)” প্রকল্পের তিতাস ফিল্ডের লোকেশন-সি তে কম্প্রেসর স্থাপন এলাকা পরিদর্শনসহ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি কম্প্রেসর স্থাপন এলাকা পরিদর্শনকালে অত্র কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৩৪

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বিজিএফসিএল এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

৩৫ জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল স্থাপনার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৩৬ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত মহান নেতার জন্ম শতবার্ষিকীতে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।
৩৭ প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ও ফেস্টুন স্থাপন করা হয়।
৩৮ ৯নং কূপের ওয়ার্কওভার কাজের উদ্বোধন।
৩৯ স্বাধীনতা দিবস
৪০ প্রকল্প উদ্বোধন
৪১ শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯